প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওয়ান র্যা ঙ্ক ওয়ান পেনশন (ওআরওপি) কর্মসূচির ১০ বছর পূর্তিতে আজ বলেছেন, যাঁরা আমাদের দেশকে সুরক্ষিত রাখতে নিজেদের উৎসর্গ করেছেন আমাদের সেই প্রবীণ এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের শৌর্য এবং আত্মত্যাগের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে এই উদ্যোগ। তিনি আরও বলেছেন যে, ওআরওপি রূপায়ণের সিদ্ধান্ত বহুদিনের দাবি পূরণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং আমাদের নায়কদের প্রতি দেশের কৃতজ্ঞতা প্রকাশের অভিব্যক্তি। শ্রী মোদী আশ্বস্ত করেছেন যে, আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে এবং যাঁরা দেশের সেবা করেছেন তাঁদের কল্যাণে সরকার যা কিছু করা সম্ভব সব করবে।
শ্রী মোদী এক্স প্ল্যাটফর্মে লিখেছেন :
“আজকের দিনে #OneRankOnePension (ওআরওপি) রূপায়িত হয়েছে। এটি আমাদের প্রবীণ এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের শৌর্য এবং আত্মত্যাগের প্রতি শ্রদ্ধার্ঘ্য যাঁরা দেশকে সুরক্ষিত রাখতে তাঁদের জীবন উৎসর্গ করেছে। ওআরওপি রূপায়ণের এই সিদ্ধান্ত বহুদিনের দাবি পূরণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং আমাদের নায়কদের প্রতি দেশের কৃতজ্ঞতা প্রকাশের অভিব্যক্তি।”
“আপনারা খুশি হবেন যে এক দশকে কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী এবং তাঁদের পরিবার এই ঐতিহাসিক উদ্যোগ থেকে উপকৃত হয়েছে। শুধু সংখ্যার বিচারে নয়, ওআরওপি, আমাদের সশস্ত্র বাহিনীর কল্যাণে সরকারের দায়বদ্ধতার প্রকাশ। আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে এবং যাঁরা দেশের সেবা করেছেন তাঁদের কল্যাণে আমরা যা কিছু করা সম্ভব সব করবো।”