बुधवार, अक्तूबर 30 2024 | 10:44:41 PM
Breaking News
Home / Choose Language / bengali / কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী শ্রী জে পি নাড্ডার নেতৃত্বে রাষ্ট্রীয় একতা দিবসে শপথ গ্রহণ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী শ্রী জে পি নাড্ডার নেতৃত্বে রাষ্ট্রীয় একতা দিবসে শপথ গ্রহণ

Follow us on:

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী জগত প্রসাদ নাড্ডা রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আজ নির্মাণ ভবনে দেশের ঐক্য ও অখন্ডতাকে আরও শক্তিশালী করে তোলার জন্য মন্ত্রকের আধিকারিক ও কর্মীদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব এবং স্বাস্থ্য সচিব শ্রীমতী পুণ্য সলিলা শ্রীবাস্তব উপস্থিত ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল ঐক্যবদ্ধ রাষ্ট্র গড়ে তোলার যে নেতৃত্ব দেন, তাঁর সেই উদ্যোগকে শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী অনুষ্ঠানে প্রগতিশীল এক সমাজ গড়ার লক্ষ্যে জাতীয় ঐক্যের গুরুত্বের কথা উল্লেখ করেন। “সর্দার প্যাটেল ঐক্য ও অখন্ডতার প্রশ্নে যে পথ দেখিয়েছেন, আজ আমরা সেই পথ অনুসরণ করার অঙ্গীকার গ্রহণ করলাম। ভারতকে অনন্য এক রাষ্ট্রে পরিণত করতে আমাদের যৌথ উদ্যোগ নিতে হবে, যেখানে সমন্বয় ও বৈচিত্র্যের আদর্শ প্রতিফলিত হয়”। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলে দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যকে আরও শক্তিশালী এক বন্ধনে আবদ্ধ করে রাখার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার গ্রহণ করেন। তাঁরা এই মর্মে শপথ গ্রহণ করেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জনস্বাস্থ্যের মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ। মন্ত্রকের প্রতিটি উদ্যোগে ঐক্য ও সাম্যের নীতি যাতে অনুসৃত হয়, তা নিশ্চিত করা হয়।

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

প্রধানমন্ত্রী: পালিকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার ভারত সরকারের সিদ্ধান্তে ভগবান বুদ্ধের দর্শনে বিশ্বাসী মানুষের মধ্যে আনন্দের উন্মেষ ঘটেছে

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পালিকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার ভারত সরকারের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। …