गुरुवार, नवंबर 07 2024 | 02:59:51 AM
Breaking News
Home / Choose Language / bengali / আইএফএফআই ২০২৪-এ ফিল্ম বাজার ভিউইং রুমে ২০৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে

আইএফএফআই ২০২৪-এ ফিল্ম বাজার ভিউইং রুমে ২০৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে

Follow us on:

৫৫-তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া-আইএফএফআই) গোয়ায় আগামী ২০-২৮ তারিখ অনুষ্ঠিত হবে। উৎসব চলাকালীন ২০-২৪ তারিখ পর্যন্ত অষ্টাদশ ফিল্ম বাজারের আয়োজন করা হয়েছে। এই ব্যবস্থাপনায় চলচ্চিত্র নির্মাতারা সংশ্লিষ্ট শিল্পের পেশাদার ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এখানে তাঁদের নির্মিত চলচ্চিত্রগুলি প্রদর্শিত হবে।

এ বছর ম্যারিয়ট রিসর্টে ‘ভিউইং রুমে’র ব্যবস্থা করা হয়েছে। এখানে ভারত সহ দক্ষিণ এশিয়ার উন্নতমানের চলচ্চিত্র প্রদর্শিত হবে। ভিউইং রুমে চলচ্চিত্র নির্মাতারা তাঁদের সেই সিনেমাগুলি প্রদর্শন করবেন যেগুলির নির্মাণ কাজ শেষ হয়েছে অথবা পোস্ট প্রোডাকশন পর্যায়ে রয়েছে। চলচ্চিত্র নির্মাতারা এই ফিল্মগুলি দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরিবেশক এবং প্রযোজকের সন্ধান পাবেন ভিউইং রুম থেকে। এর মাধ্যমে চলচ্চিত্রের আন্তর্জাতিক বাজারে যুক্ত পরিবেশক, এজেন্ট এবং প্রযোজকদের সঙ্গে তাঁদের মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

এ বছরের ভিউইং রুম লাইব্রেরিতে যে ২০৮টি চলচ্চিত্র থাকবে তার মধ্যে ১৪৫টি কাহিনী চলচ্চিত্র, ২৩টি মাঝারি দৈর্ঘ্যের এবং ৩০টি স্বল্প দৈর্ঘ্যের। মাঝারি দৈর্ঘ্যের এবং কাহিনী চলচ্চিত্রগুলির মধ্যে ১২টি এনএফডিসি প্রযোজিত। এছাড়াও এনএফডিসি- এনএফএআই-এর উদ্যোগে পুনরুদ্ধার করা ১০টি বিখ্যাত চলচ্চিত্র রয়েছে। এই চলচ্চিত্রগুলি ৩০-৭০ মিনিটের। ৩০ মিনিটের কম চলচ্চিত্রগুলি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়ে থাকে।

ফিল্ম বাজার রিকমেন্ডস্ (এফবিআর) শাখায় ২৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে ১৯টি কাহিনী চিত্র, ৩টি মাঝারি দৈর্ঘ্যের, ২টি স্বল্প দৈর্ঘ্যের এবং ৩টি পুনরুদ্ধার করা চলচ্চিত্র।

এনএফডিসি-র ম্যানেজিং ডিরেক্টর প্রিথুল কুমার জানিয়েছেন, এফবিআর-এ চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীলতাকে উপস্থাপিত করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট চলচ্চিত্র নির্মাতাদের স্বীকৃতি লাভের পাশাপাশি সারা বিশ্ব তাঁদের কাজের ধারা সম্পর্কে পরিচিত হবেন। চলচ্চিত্র  জগতের পরবর্তী প্রজন্মের কলাকূশলীদের এই ব্যবস্থার মাধ্যমে অনুপ্রাণিত করা হবে। এফবিআর-এর বাছাই করা কিছু চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক এবং বিভিন্ন চলচ্চিত্র উৎসব কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ফিল্ম বাজারকে কাজে লাগানো হবে। ভিউইং রুমে কাহিনী, মাঝারি দৈর্ঘ্য এবং স্বল্প দৈর্ঘ্যের বাছাই করা কয়েকটি চলচ্চিত্রকে ফিল্ম বাজারে দেখানো হবে। ফিল্ম বাজারে যে চলচ্চিত্রগুলি প্রদর্শিত হবে, সেগুলি দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন

ফিল্ম বাজার

দক্ষিণ এশীয় চলচ্চিত্রগুলিকে আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে পৌঁছে দিতে সাহায্য করবে ফিল্ম বাজার। চলচ্চিত্র নির্মাতারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে এখানে তাঁদের সিনেমাগুলি প্রদর্শনের সুযোগ পাবেন। ফলে আন্তর্জাতিক স্তরে এই চলচ্চিত্র নির্মাতারা প্রযোজক এবং পরিবেশকের সন্ধান পাবেন।

ভিউইং রুমে চলচ্চিত্র নির্মাতারা বিশ্বের নানা প্রান্তে প্রযোজক এবং পরিবেশকের সঙ্গে মতবিনিয়ের সুযোগ পাবেন। এক্ষেত্রে একটি বিশেষ সফ্টওয়্যারকে কাজে লাগানো হবে।

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী …