অবসরপ্রাপ্তদের ডিজিটাল ক্ষমতায়নের জন্য জীবন প্রমাণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাবনা। সংশ্লিষ্ট সব পক্ষ – অবসর ভাতা প্রদাতা ব্যাঙ্ক, অবসর ভাতা ও অবসরপ্রাপ্তদের কল্যাণ দফতর, কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস, রেলমন্ত্রক, টেলিকম দফতর, ডাক বিভাগ, আইআইপিবি, ইউআইডিএআই এবং পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস সরকারের সঙ্গে মিলে অবসরপ্রাপ্তদের ডিজিটাল ক্ষমতায়নের ভাবনাকে সফল করতে একযোগে কাজ করছে।
অবসর ভাতা ও অবসরপ্রাপ্ত কল্যাণ দফতর অবসরপ্রাপ্তদের ডিজিটাল ক্ষমতায়নের জন্যে ৬ নভেম্বর, ২০২৪–এ নতুন দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে দেশজুড়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট অভিযান ৩.০ শুরু করে। ভারতের ৮০০টি ছোট-বড় শহরে ডিএলসি অভিযান ৩.০ চলবে ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত। ১লা নভেম্বর থেকে ১৭ নভেম্বর ২০২৪ পর্যন্ত ৮০০টি শহরে ও জেলায় ১৫৭৫টি শিবিরের আয়োজন করা হয়। দেশজুড়ে ১.৮ লক্ষ ডাকহরকরা বহাল করা হয়।
এই অভিযানে অবসরভাতা ও অবসরপ্রাপ্ত কল্যাণ দফতর ডিএলসি ফেস অথেনটিকেশন প্রযুক্তি বিষয়ে সকল অবসরপ্রাপ্তদের সচেতনতা গড়ে তোলার সর্বতো চেষ্টা চালাচ্ছে। এরজন্য সকল ব্যাঙ্কের শাখা/এটিএম এবং কার্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় ব্যানার ও পোস্টার লাগানো হয়েছে। সবকটি ব্যাঙ্ক তাদের শাখায় নির্দিষ্ট কর্মী রেখেছেন, যাদের স্মার্ট ফোনে প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করা আছে। তার মাধ্যমে অবসরপ্রাপ্তদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কাজে সাহায্য করা হচ্ছে। কোনও কারণে কোনও অবসরপ্রাপ্ত কর্মী যদি ব্যাঙ্কে যেতে সক্ষম না হন তাহলে ব্যাঙ্কের আধিকারিকরা তাদের বাড়িতে বা হাসপাতালে ভর্তি থাকলে সেখানে যাচ্ছেন।
এই অভিযানে পূর্ণ সহযোগিতা করছে পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস। তাদের প্রতিনিধিরা অবসরপ্রাপ্ত কর্মীদের নিকটস্থ শিবিরে গিয়ে তাদের ডিএলসি জমা দিতে উৎসাহ দিচ্ছেন। অবসরভাতা ও অবসরপ্রাপ্ত কল্যাণ দফতরের আধিকারিকরা সারাদেশে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি পরিদর্শন করছেন অবসরপ্রাপ্তদের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দিতে সাহায্য করতে এবং কাজের অগ্রগতি খতিয়ে দেখতে।
এরফলে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (ডিএলসি) ৩.০ অভিযান দ্বিতীয় সপ্তাহের শেষেই উল্লেখযোগ্য অগ্রগতি ঘটিয়েছে। দেশজুড়ে অবসরপ্রাপ্তদের সুবিধার জন্য উদ্দেশ্যটি সফল করতে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। দ্বিতীয় সপ্তাহের শেষপর্যন্ত ৭৭ লক্ষের বেশি ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি হয়েছে। এরমধ্যে ৯০ বছরের বেশি অবসরপ্রাপ্তের সংখ্যা ১,৭৭,১৫৩ এবং ৮০ থেকে ৯০ বছর বয়সীদের সংখ্যা ১৭,২১২। তাঁরা নিজেদের সুবিধা মতো বাড়ি কিংবা শিবির কিংবা দফতর ও ব্যাঙ্কের শাখায় তাঁদের জীবন প্রমাণ পত্র জমা দিয়েছেন।