এবছর ইনফোসিস পুরস্কার জিতে নিলেন ৪০ অনূর্ধ্ব ছয় তরুণ গবেষক। এদের মধ্যে দুজন মহিলা। অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞান, মানব এবং সমাজ বিজ্ঞান, জীবনবিজ্ঞান, গণিত বিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান ক্ষেত্র থেকে বেছে নেওয়া হয়েছে জয়ীদের। কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তাত্ত্বিক পরিসংখ্যান এবং গণিত বিভাগের অধ্যাপিকা ডঃ নীনা গুপ্তা পুরস্কার পেলেন জারিস্কি ক্যান্সেলেশন সমস্যার সমাধান করার জন্য। ১৯৪৯ – এ প্রথম এই সমস্যার কথা তুলে ধরেছিলেন খ্যাতনামা গণিতবিদ অস্কার জারিস্কি। তারপর থেকেই বহুযুগ ধরে এটি গবেষকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল।
২০১৪ – য় অধ্যাপক গুপ্তা দেখিয়েছিলেন আসানুমার ত্রিমাত্রিক, সমান্তরাল ধরনটি জারিস্কির মূল প্রশ্নের একটি প্রতি উদাহরণ দিতে পারে, যা বীজগাণিতিক জ্যামিতিতে একটি উল্লেখযোগ্য কাজ বলে স্বীকৃত হয়েছিল।
ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশন (আইএসএফ) ২০০৯ সালে এই পুরস্কার চালু করে। প্রতিটি বিভাগে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি স্বর্ণ পদক, একটি প্রশস্তি পত্র এবং এক লক্ষ মার্কিন ডলার।