गुरुवार, दिसंबर 19 2024 | 11:23:31 AM
Breaking News
Home / Choose Language / bengali / কলকাতার আইএসআই- এর অধ্যাপক জিতলেন ইনফোসিস পুরস্কার

কলকাতার আইএসআই- এর অধ্যাপক জিতলেন ইনফোসিস পুরস্কার

Follow us on:

এবছর ইনফোসিস পুরস্কার জিতে নিলেন ৪০ অনূর্ধ্ব ছয় তরুণ গবেষক। এদের মধ্যে দুজন মহিলা। অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞান, মানব এবং সমাজ বিজ্ঞান, জীবনবিজ্ঞান, গণিত বিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান ক্ষেত্র থেকে বেছে নেওয়া হয়েছে জয়ীদের। কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তাত্ত্বিক পরিসংখ্যান এবং গণিত বিভাগের অধ্যাপিকা ডঃ নীনা গুপ্তা পুরস্কার পেলেন জারিস্কি ক্যান্সেলেশন সমস্যার সমাধান করার জন্য। ১৯৪৯ – এ প্রথম এই সমস্যার কথা তুলে ধরেছিলেন খ্যাতনামা গণিতবিদ অস্কার জারিস্কি। তারপর থেকেই বহুযুগ ধরে এটি গবেষকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

২০১৪ – য় অধ্যাপক গুপ্তা দেখিয়েছিলেন আসানুমার ত্রিমাত্রিক, সমান্তরাল ধরনটি জারিস্কির মূল প্রশ্নের একটি প্রতি উদাহরণ দিতে পারে, যা বীজগাণিতিক জ্যামিতিতে একটি উল্লেখযোগ্য কাজ বলে স্বীকৃত হয়েছিল।

ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশন (আইএসএফ) ২০০৯ সালে এই পুরস্কার চালু করে। প্রতিটি বিভাগে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি স্বর্ণ পদক, একটি প্রশস্তি পত্র এবং এক লক্ষ মার্কিন ডলার।

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’, (১১৬ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ –

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাত অর্থাৎ দেশের সমষ্টিগত প্রয়াসের কথা, দেশের উপলব্ধির কথা, …