शनिवार, नवंबर 23 2024 | 01:03:07 PM
Breaking News
Home / Choose Language / bengali / গায়ানার প্রেসিডেন্টের সঙ্গে সরকারি বৈঠক প্রধানমন্ত্রীর

গায়ানার প্রেসিডেন্টের সঙ্গে সরকারি বৈঠক প্রধানমন্ত্রীর

Follow us on:

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জর্জটাউনে ২০ নভেম্বর মাননীয় ডঃ মহম্মদ ইরফান আলির সঙ্গে স্টেট হাউসে সাক্ষাৎ করেন। স্টেট হাউসে পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রেসিডেন্ট আলি এবং তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়।

দুই নেতার মধ্যে প্রতিনিধি পর্যায়ে বৈঠক হয়। ভারত ও গায়ানার মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আরও গতি আনবে। ভারত ও গায়ানার মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য ও ওষুধ, পরম্পরাগত চিকিৎসা, খাদ্য সুরক্ষা, পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাল পাবলিক পরিকাঠামো, সংস্কৃতি এবং মানুষে মানুষে যোগাযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন দুই নেতা। শক্তির ক্ষেত্রে বর্তমান সহযোগিতার কথা উল্লেখ করে দুই নেতা বলেন, হ্যাইড্রো কার্বন ও অচিরাচরিত শক্তির ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে।

দুই নেতার মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় হয়। ভারতে আয়োজিত গ্লোবাল সাউথ শীর্ষ বৈঠকে যোগদানের জন্য প্রেসিডেন্ট আলিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র মজবুত করতে উচ্চ পর্যায়ে নিয়মিত বৈঠকের উপর জোর দেন দুই নেতা। দু’দেশের মধ্যে ১০টি মউ স্বাক্ষরিত হয়।

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

প্রধানমন্ত্রীকে ডোমিনিকার সর্বোচ্চ জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে

কমনওয়েলথ অফ ডোমিনিকার প্রেসিডেন্ট শ্রীমতী সিলভানি বার্টন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ জাতীয় পুরস্কার ‘ডোমিনিকা …