প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শারদা সিনহা-র প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। মৈথিলি এবং ভোজপুরি লোকসঙ্গীতে তিনি বেশ কয়েক দশক ধরে জনপ্রিয় এক নাম বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী বলেছেন, শারদা সিনহা-র সুরেলা কণ্ঠ আস্থা ও বিশ্বাসের উৎসব ছটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তা কখনই ভোলার নয়।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :
“সুপ্রসিদ্ধ লোকসঙ্গীত শিল্পী শারদা সিনহা-র প্রয়াণে গভীরভাবে শোকাহত। মৈথিলি এবং ভোজপুরি লোকসঙ্গীতে তিনি বেশ কয়েক দশক ধরে জনপ্রিয় এক নাম। তাঁর কণ্ঠ আস্থা ও বিশ্বাসের উৎসব ছটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এবং তা কখনই ভোলার নয়। তাঁর প্রয়াণ সঙ্গীত জগতে এক অপূরণীয় ক্ষতি। শোকের এই প্রহরে আমি তাঁর পরিজন এবং অনুরাগীদের পাশে আছি। ওম শান্তি!”