রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ৭ নভেম্বর সমুদ্রে ভারতীয় নৌবাহিনীর
কর্মকুশলতার সাক্ষী হলেন।
https://x.com/rashtrapatibhvn/status/1854538413665665291?t=j5hurXhwo-XBM59iIkFNVg&s=19
মাননীয়া রাষ্ট্রপতি ৭ নভেম্বর আইএনএস হংস-তে (গোয়ায় নৌবাহিনীর বিমান ঘাঁটি) পৌঁছোন। তাঁকে সেখানে স্বাগত জানান নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এবং পশ্চিম নৌ কম্যান্ডের ফ্ল্যাগ অফিসার কম্যান্ডিং – ইন – চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জে সিং। রাষ্ট্রপতিকে ১৫০ জন নৌসেনার গার্ড অফ অনার দেওয়া হয়।
এরপর রাষ্ট্রপতি দেশীয় বিমানবাহী রণপোত আইএনএস বিক্রান্তে ওঠেন। ভারতীয় নৌ বাহিনীর ১৫ টি যুদ্ধ জাহাজ ও ডুবোজাহাজ বিক্রান্তের সঙ্গে ছিল। এটাই সাগরে ভারতীয় নৌবাহিনীর জাহাজে রাষ্ট্রপতির প্রথম পরিদর্শন। তাঁকে ভারতীয় নৌবাহিনীর ভূমিকা এবং কাজের ধরন সম্পর্কে অবহিত করা হয়। এরপর রাষ্ট্রপতি বিভিন্ন ধরণের নৌ-অভিযান প্রত্যক্ষ করেন। এর মধ্যে ছিল ডেক থেকে যুদ্ধ বিমানের উড়ান ও অবতরণ, যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মহড়া, ডুবোজাহাজের কার্যকলাপ, ৩০ টিরও বেশি বিমানের ফ্লাইপাস্ট প্রভৃতি। যুদ্ধ জাহাজগুলির প্রথাগত স্টিমপাস্টের মধ্য দিয়ে এই মহড়া শেষ হয়।
রাষ্ট্রপতি মধ্যাহ্নভোজের সময়ে আইএনএস বিক্রান্তের নাবিকদের সঙ্গে কথা বলেন এবং পরে তাঁদের উদ্দেশে বক্তব্য রাখেন। রাষ্ট্রপতির ভাষণ সমুদ্রে নৌবাহিনীর প্রতিটি জাহাজে সম্প্রচার করা হয়।