ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সংবহন ব্যবস্থাপনার ভার্চুয়ালি উদ্বোধন করলেন কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রী শ্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রকের পরামর্শদাতা মহম্মদ ফৌজুল কবির খান এবং নেপালের বিদ্যুৎ ও জলসম্পদ মন্ত্রী শ্রী দীপক খাড়কা। নেপালের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান ঐতিহাসিক – এই প্রথম ভারতীয় গ্রিডের মধ্য দিয়ে ত্রিপাক্ষিক বিদ্যুৎ সংবহন ব্যবস্থাপনা চালু হল।
২০২৩-এর ৩১ মে থেকে ৩ জুন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ওরফে ‘প্রচন্ড’-র ভারত সফরের সময় নেপাল থেকে ৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে সহায়তার আশ্বাস দেয় ভারত। সেই সময় দুই পক্ষই বিদ্যুৎ ও শক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করে। পারস্পরিক সহযোগিতার এই উদ্যোগ সব পক্ষকেই উপকৃত করবে বলে আশা করা হচ্ছে।
এরপর, ২০২৪-এর ৩ অক্টোবর কাঠমান্ডুতে এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম, নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিদ্যুৎ বিকাশ পর্ষদের মধ্যে এবিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।