रविवार, दिसंबर 22 2024 | 08:38:07 PM
Breaking News
Home / Choose Language / bengali / ভারতের খাদ্য নিগম – এ ইক্যুইটি মারফৎ ১০ হাজার ৭০০ কোটি টাকা মূলধনী বিনিয়োগে ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার

ভারতের খাদ্য নিগম – এ ইক্যুইটি মারফৎ ১০ হাজার ৭০০ কোটি টাকা মূলধনী বিনিয়োগে ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার

Follow us on:

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতীয় খাদ্য নিগম – এ ইক্যুইটি মারফৎ ১০ হাজার ৭০০ কোটি টাকার মূলধনী বিনিয়োগে অনুমোদন দিয়েছে। এর লক্ষ্য, কৃষি ক্ষেত্রের বিকাশ এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন।
১৯৬৪ সালে ১০০ কোটি টাকার অনুমোদিত তহবিল নিয়ে ভারতীয় খাদ্য নিগম – এর যাত্রা শুরু হয়। এরপর থেকেই এই সংস্থার কাজকর্মের পরিধি ধারাবাহিকভাবে বেড়ে চলে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে অনুমোদিত মূলধনের পরিমাণ ১১ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার কোটি টাকা করা হয়।
ন্যূনতম সহায়ক মূল্যে খাদ্যশস্য ক্রয়ের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় এই সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খাদ্যের মজুত ভাণ্ডার, কল্যাণমূলক নানা প্রকল্প বাবদ বিতরণ এবং বাজারে খাদ্যশস্যের দাম স্থিতিশীল রাখার প্রশ্নে সরকারের উদ্যোগ মূলত পরিচালিত হয় খাদ্য নিগমের মাধ্যমে। ইক্যুইটি মূলধন বাবদ এই বিনিয়োগ সংস্থাটির সুদের বোঝা এবং ভর্তুকি প্রদানের ক্ষেত্রে ভারত সরকারের বাধ্যবাধকতাও পরবর্তী সময়ে হ্রাস করবে।
ন্যূনতম সহায়ক মূল্যের শস্য ক্রয় এবং খাদ্য নিগম – এ বিনিয়োগ, কৃষকদের ক্ষমতায়ন, কৃষি ক্ষেত্রের উন্নয়ন এবং দেশের খাদ্য নিরাপত্তার প্রশ্নে ভারত সরকারের দায়বদ্ধতারই প্রতিফলন।

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’, (১১৬ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ –

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাত অর্থাৎ দেশের সমষ্টিগত প্রয়াসের কথা, দেশের উপলব্ধির কথা, …