सोमवार, जनवरी 06 2025 | 08:39:19 PM
Breaking News
Home / Choose Language / bengali / সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি

সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি

Follow us on:

সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর উপলক্ষে আজ পুরোনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু।
ভাষণে রাষ্ট্রপতি বলেন, ৭৫ বছর আগে এই দিনে ‘সংবিধান সদন’-এর এই কেন্দ্রীয় কক্ষেই প্রতিনিধি পরিষদ নতুন স্বাধীন দেশ ভারতের সংবিধান প্রনয়ণের কাজ সম্পন্ন করেছিলেন। ওই দিনই ভারতের মানুষ নিজেদের এই সংবিধান গ্রহণ করেন।
রাষ্ট্রপতি বলেন, আমাদের সংবিধান আমাদের গণতান্ত্রিক সাধারণতন্ত্রের শক্তিশালী ভিত্তি। আমাদের সংবিধান আমাদের সমষ্টিগত ও ব্যক্তিগত মর্যাদা নিশ্চিত করে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশের মানুষ ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’ উদযাপন করেছেন। আগামী বছর ২৬ জানুয়ারি আমরা নিজেদের সাধারণতন্ত্রের উদযাপন করবো। ওই সমারোহ আমাদের বিকাশের যাত্রাকে ফিরে দেখা এবং আগামীদিনের যাত্রাকে আরও সুপরিকল্পিত করে তোলার সুযোগ এনে দেবে। আমাদের ঐক্য এবং জাতীয় লক্ষ্য পূরণে সমন্বিত প্রয়াসের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে।
প্রায় তিন বছর দেশের কৃতি সন্তানদের আলাপ-আলোচনার পর গৃহীত এই সংবিধান প্রকৃতপক্ষে আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ফসল বলে রাষ্ট্রপতি মন্তব্য করেন। সেই সংগ্রামের আদর্শ ধরা রয়েছে সংবিধানের প্রস্তাবনায়- যা হল ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা ও সৌভ্রাতৃত্ব। যুগ যুগ ধরে ভারতকে পরিচালিত করেছে এই ভাবধারা, তৈরি করেছে এমন এক পরিবেশ যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধ হওয়ার, সমাজে অবদান রাখার এবং সহ-নাগরিকদের সহায়তা করার সুযোগ পান।
রাষ্ট্রপতি আরও বলেন, আমাদের সাংবিধানিক আদর্শ শক্তি সঞ্চয় করে প্রশাসন, আইনসভা, বিচার বিভাগ এবং নাগরিকদের কর্মকাণ্ডের উৎস থেকে। সংবিধানে প্রতিটি নাগরিকের মৌলিক দায়িত্বের কথা স্পষ্টভাবে উল্লেখিত। এই বিষয়গুলির মধ্য রয়েছে ভারতের ঐক্য বজায় রাখা, সমাজে সম্প্রীতির আবহের লালন, মহিলাদের মর্যাদা নিশ্চিত করা, পরিবেশ রক্ষা, বৈজ্ঞানিক ভাবধারার প্রসার, দেশের সম্পত্তির রক্ষণাবেক্ষণ এবং দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উদ্যোগ।
সংবিধানের আদর্শ অনুযায়ী সাধারণ মানুষের জীবন যাত্রার মানোন্নয়নে প্রশাসন, আইনসভা এবং বিচার বিভাগকে একযোগ কাজ করতে হবে বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। সংসদে প্রণীত নানান আইনি সংস্থানে সাধারণ মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, বিগত কয়েক বছরে সমাজের সর্বস্তরের মানুষের, বিশেষত দুর্বলতর গোষ্ঠীর উন্নয়নে সরকার একের পর এক পদক্ষেপ নিয়েছে। সুপ্রিম কোর্টের উদ্যোগে আমাদের বিচার বিভাগকে আরও কার্যকর করে তোলার কাজ চলছে।
আমাদের সংবিধান এক প্রগতিশীল জীবন্ত দলিল বলে রাষ্ট্রপতি মন্তব্য করেন। আমাদের দূরদর্শী সংবিধান প্রণেতারা সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন আদর্শকে গ্রহণ করার ক্ষেত্রে উপযুক্ত এক প্রনালী গড়ে দিয়েছেন বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। সংবিধানের মাধ্যমে সামাজিক ন্যায় এবং অন্তর্ভুক্তিমূলক বিকাশের প্রশ্নে আমরা বহু গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছি বলে তিনি মন্তব্য করেন। নতুন দৃষ্টিকোন থেকে নেওয়া উদ্যোগের সুবাদে ভারত আন্তর্জাতিক আঙিনায় নতুন পরিচিতি লাভ করেছে বলে তিনি মনে করেন। রাষ্ট্রপতি বলেন, যে, আমাদের সংবিধান প্রণেতারা চাইতেন বিশ্বের শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। সেই অনুযায়ী ভারত আজ ‘বিশ্ব-বন্ধু’ হয়ে উঠেছে।
এক শতকের প্রায় তিন-চতুর্থাংশ ব্যাপী সাংবিধানিক যাত্রায় এই দেশ নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছে। যা কিছু শেখা গেছে, তা পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরতে হবে বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। তিনি বলেন, ২০১৫ সাল থেকে প্রতি বছর ‘সংবিধান দিবস’-এর উদযাপন সংবিধান সম্পর্কে আমাদের যুব প্রজন্মের সচেতনতা বৃদ্ধি করেছে। প্রতিটি নাগরিককে নিজের জীবনচর্যায় সাংবিধানিক আদর্শের প্রতিফলন ঘটাতে, মৌলিক দায়িত্ব পালনে আরও উদ্যোগী হতে এবং ২০৪৭ নাগাদ ‘বিকশিত ভারত’-এর নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে উদ্যোগী হতে বলেন রাষ্ট্রপতি।

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

‘ভারতকে জানো’ ক্যুইজে অংশগ্রহণের জন্য প্রবাসী ভারতীয়দের উদ্দেশে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

‘ভারতকে জানো’ ক্যুইজে অংশগ্রহণের জন্য বিশ্বের অন্যান্য দেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শ্রী …